মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মোঃ সোহাগ (২৮) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। ১০ জুন সোমবার সকাল ১০:০০ টার দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে চরলালপুর নামক চরে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের সাতঘর হাটির সালাম মিয়ার ছেলে। জানা যায়,সোহাগ ৩-৪ মাস পূর্বে প্রবাস থেকে বাড়িতে আসেন ও বিয়ে করেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বিক্রির উদ্যেশ্যে লালন- পালন করা তাদের ১০ টি মহিষ নিয়ে ঘাস খাওয়াইতে তিনি চরলালপুর চরে যান। এসময় বজ্রপাত হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে মারা যান। পরে খবর পেয়ে প্রতিবেশী ও পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নবীনগর থানার এস আই আশরাফ হোসেন ঘটনার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, খোলা মাঠে মহিষের পালকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। বিদেশ থেকে ছুটিতে আসা সোহাগের এমন মৃত্যুতে নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।
আলোকিত প্রতিদিন /১০ জুন-২০২৪ /মওম
- Advertisement -