মানিকগঞ্জে সাঁতার প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত 

0
156
মানিকগঞ্জে সাঁতার প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত 
মানিকগঞ্জে সাঁতার প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত 
মো: মহিদ:
মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মিরাজ তপন স্টেডিয়াম সংলগ্ন পুকুরে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শহীদ তপন মিরাজ স্টেডিয়াম সংলগ্ন পুকুরে দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা ক্রীড়া সদস্য সংস্থার ছিলেন বাসুদেব সাহা। জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-২০২৪ এর আওতায় গত ১৪ মে থেকে মাসব্যাপী সাতার প্রশিক্ষন শুরু হয়। আজ প্রশিক্ষণ শেষে প্রতিযোগীতায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি ইভেন্টে দুইটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রতি গ্রুপ থেকে তিনজন বিজয়ীকে পুরস্কার ও প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি ও সনদ বিতরন করা হয়।
আলোকিত প্রতিদিন /১৪ জুন-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here