বাঘায় সাতশ’১০ বোতল ফেনসিডিল উ*দ্ধা*র

0
301
আব্দুল আলিম,বাঘা প্রতিনিধি  
রাজশাহী বাঘার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকার পদ্মার চর থেকে শুক্রবার(১৪-০৬-২০২৪) ভোর রাত ৪টার দিকে আমদানি নিষিদ্ধ সাতশত ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি নৌকা জব্দ করেছে মীরগঞ্জ বিজিবি সদস্যরা। জানা গেছে, মীরগঞ্জ বিজিবি সদস্যরা জানতে পারেন, বাংলাদেশে সরবরাহের জন্য,  ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালান নিয়ে হরিরামপুর এলাকার পদ্মার চরে অপেক্ষা করছে মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৪টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি । তাদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে পালিয়ে চোরাকারবারীরা। পরে নৌকা তল্লাশি করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবির এ্যাডজুটেন্ট নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি)আমিনুল ইসলাম বলেন, মীরগঞ্জ  বিজিবি ক্যাম্পের নায়েব মাসুদ রানা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেছেন।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here