বান্দরবানে পেয়ারা খেতে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়েছে অপর বন্ধু অবশেষে মৃত্যু

0
161

শহিদুল ইসলাম : বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়নে বন্ধুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে পাহাড়ে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করেছে অপর বন্ধু। এ ঘটনায় গুরুতর  আহত রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু  হয়।
নিহত রাকিবুল ইসলাম (১৫) বান্দরবান সদর উপজেলার উত্তর গোয়ালিয়াখোলা এলাকার অলি আহম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ রিমন (১৮) একই এলাকার আহম্মদ সফার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, গত ১৪ জুন শুক্রবার জুমার নামাজ শেষ করে রাকিবুলকে তার বন্ধু মো. রিমন পেয়ারা খাওয়ানোর কথা বলে দুপুর দুইটার দিকে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। তার কিছু সময় পর কান-গলায় দায়ের কোপে যখম ও রক্তাক্ত অবস্থায় পাহাড় থেকে দৌড়ে রাস্থায় এসে জ্ঞান হারিয়ে ফেলে রাকিব। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে চট্টগ্রামের কেরানীহাট আশশেফা  হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিন রাতে অবস্থার অবনতি হলে উন্নত  চিকিৎসার জন্য  চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রথমে আইসিইউ ও লাইফ সাপোর্টে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে রাকিবের  মৃত্যু হয়।
নিহত রকিবুল ইসলামের চাচা সৈয়দ নূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্ত শেষে ২১ জুন রাত ৮ টায় জানাজা নামাজ শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে হত্যা চেষ্টা মামলা করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলামের মৃত্যুর কারণে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার জন্য আদালতে আবেদন করা হবে। এছাড়া অভিযোগের পরেই অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আলোকিত/২৪/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here