জামালপুরের ডিবি-২ এর অভিযানে ৫ মাদক কারবারি আটক

0
340

মোঃ ফরহাদ রেজা  (দেওয়ানগঞ্জ প্রতিনিধি): জামালপুরে  ডিবি-২ এর পৃথক অভিযান পরিচালনা করে  ৫ জন মাদক কারবারিকে   আটক করেছেন।  আজ মঙ্গলবার ২৫ জুন জামালপুর  ডিবি -২ দেওয়ানগঞ্জের কার্যালয় থেকে দুপুরে আসামিদের জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
জামালপুর ডিবি -২ এর ওসি সোহেল রানা জানান, জামালপুরের পুলিশ সুপারের  দিক নির্দেশনায় দেওয়ানগঞ্জ সার্কলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত রাতে ডিবি-২ কর্তৃক জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলাধীন  মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অ‌ভিযান পরিচালনা করা হয়।
দেওয়ানগঞ্জ থানা এলাকার চর বাহাদুরাবাদ  থেকে ১০০ গ্রাম গাজা সহ ১ জন, চরআম খাওয়া ইউনিয়ন সানন্দবাড়ি থেকে  ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আটক করা হয়েছে। পৃথক অভিযান পরিচালনা করে ইসলামপুর চিনারচর এলাকা থেকে ১ গ্রাম হেরোইন  সহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
আলোকিত/২৫/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here