নড়াইলের লোহাগড়ায় সবুজের বার্তা ছড়ালো মিশন গ্রিন বাংলাদেশ

0
162
জাহিদুল হোক রনি,নড়াইল
সারাদেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় বৃক্ষরোপণ কর্মসূচী, পুতুল নাট্য, আলোচনা সভা, গাছের চারা বিতরণের আয়োজন করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি)। শুক্রবার (২৮ জুন) নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন জায়গায় তারা এ কর্মসূচী পালন করেন। আয়োজনের সহযোগী ছিল হেলদি লিভিং, আশা , সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট। আয়োজনের স্থানীয় সহযোগি ছিল আলোক নিশান ফাউন্ডেশন। জানা গেছে, শুক্রবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী এ কর্মসূচীগুলোর আয়োজন করা হয়।  গাছ লাগানো ও পরিচর্যার উপায় এবং গাছের উপকারিতাকে সকলের মাঝে ব্যতিক্রমভাবে তুলে ধরতে নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন স্থানে আয়োজিত হবে বিশেষ পাপেট শো। লোহাগড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
আলোচনা সভা ও চারাগাছ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো : জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, শিমুল হাসান, বিপ্লব রহমান, ওবাইদুর রহমান, মনির খান, ইমরান হোসেন, রেজাউল করিম, জহুরুল হক মিলু, শরিফুজ্জামান, মো: আব্দুল্লাহ জাহিদুল হক রনী, কাজী ইমরান, রাশেদ রাসু, মুজাহিদ, দিদারসহ প্রমূখ।
আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ। আরও উপস্থিত ছিলেন মিশন গ্রিন বাংলাদেশের প্রধান সমন্বয়ক আহসান রনি।
মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও জনসংখ্যার চাহিদার সঙ্গে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আর এই বর্ষা মৌসুম চারাগাছ রোপণের উত্তম সময়। নগরজীবন বৃক্ষবিরল হয়ে আসায় মানুষের প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার।
মিশন গ্রিন বাংলাদেশের আহবায়ক আহসান রনি বলেন,পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছের বিকল্প নেই। দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ উৎসবে ক্যাম্পেইন টা আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা শুধুমাত্র একটি জায়গায় বৃক্ষরোপণ না করে দেশের প্রতিটি জেলায়, উপজেলায় সকলের মাঝে বৃক্ষরোপণের সচেতননতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। আমরা চাই সবাই মিলে ফুলে, ফলে ভরা সবুজ বাংলাদেশ গড়বো।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here