অনিক ঘোষ, বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় ট্যাপেন্ডাডল ট্যাবলেট, গাঁজা ও ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে খানসামা থানা পুলিশ। এরা হলেন- উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও (জুগিপাড়া) গ্রামের দুলাল হোসেনের স্ত্রী মোছাঃ হালিমা বেগম (৫২) ও তার ছেলে মোঃ মানিক ইসলাম (২২)। জহিম পাড়া এলাকার মৃত আজিজের ছেলে রোস্তম আলী (২৭) এবং বৈরাগী পাড়া গ্রামের দিলিপ মহন্তরের ছেলে গৌতম মহন্ত (১৯)।
গত শুক্রবার (২৯) বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও যুগিপাড়া গ্রামের আটককৃত আসামী হামিলা বেগমের বাসত-বাড়ির সামনে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা ক্রয়-বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মজাহারুল ইসলামের নের্তৃত্বে এসআই আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স এএসআই গোলাম মোস্তফা , এএসআই মাসুদার রহমান, এএসআই রমজান আলী ও মাইদুল ইসলাম, দিলিপ কুমার বিশ্বাস ও নাজমুল হক মাদক বিরোধী এই অভিযান টি করেন। জব্দকৃত আলামত হিসেবে ১০০ গ্রাম গাঁজা, ৩০ পিচ ইয়াবা এবং ৭০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সাথে ১টি কালো রঙের নাম্বার বিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল সহ চার জনকে হাতে নাতে আটক করর থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, কেবল জীবন একা নয়, তার পরিবারের সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। মা ছেলের পাশা পাশি বাকি সদস্যরাও শীর্ষ মাদক ব্যবসায়ী। খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, আমি এ থানার দায়িত্ব নেয়ার পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছি। মাদক নির্মূলে এলাকাভিত্তিক বেশ কয়েকটি কমিটি গঠন করেছি। মাদক কারবারিদের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের কে গ্রেফতার করা হয় । তাদের পরিবারের আরও কারা জড়িত আছেন এবং ভোক্তারা কার কাছ থেকে মাদক সংগ্রহ করেন- এ ব্যাপারে আমাদের নজরদারি আছে। মাদকমুক্ত করতে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগও করা হচ্ছে। মাদকমুক্ত উপজেলা গড়তে স্থানীয়দের সহায়তা কামনা করি। মাদক নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি