এবার থানায় হাজির রাসেলস ভাইপার!

0
335

অনলাইন ডেস্ক-

রাজশাহীতে এবার থানায় দেখা মিললো রাসেলস ভাইপারের। সোমবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মেলে তখন। পরে সেটিকে মেরে ফেলেন পুলিশ সদস্যরা। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি। তিনি বলেন, সোমবার রাতে থানার ওয়াসরুমে একটি রাসেলস ভাইপারের দেখা মেলে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। তবে এরপর থেকে আর কোনো সাপের দেখা মেলেনি আর।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে থানা যেহেতু পদ্মা নদীর কাছাকাছি, তাই সেখান থেকেই সাপটি এসেছে এখানে। আমরা চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাবাইকে নির্দেশ দিয়েছিলাম।

লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here