কর্মস্থলে অনুপস্থিত থাকায় মতিউর বরখাস্ত হতে পারেন

0
161
কর্মস্থলে অনুপস্থিত থাকায় মতিউর বরখাস্ত হতে পারেন
কর্মস্থলে অনুপস্থিত থাকায় মতিউর বরখাস্ত হতে পারেন

আলোকিত ডেস্ক:

চাকরি থেকে বরখাস্ত হতে পারেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউর রহমান। গত ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) তাকে সংযুক্তি করা হয়। এরপর  থেকে নয় দিন অতিবাহিত হলেও কর্মস্থলে যোগদান করেননি তিনি।  ২ জুলাই  মঙ্গলবার সরেজমিন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে গেলেও পাওয়া যায়নি এই কর্মকর্তাকে। একইসঙ্গে তিনি গত ২৩ তারিখ থেকে মন্ত্রণালয়ে আসেননি বলেও নিশ্চিত করেছে একাধিক সূত্র। জানা গেছে, মতিউর রহমান একদিনের জন্যও কর্মস্থলে আসেননি। সরকারি কর্মকর্তা হিসেবে সংযুক্তি করা হলে নিয়মিত অফিস করলেও কোনো কাজ করতে পারবেন না। তবে, নিয়মিত অফিসে এসে হাজিরা বহিতে স্বাক্ষর দিতে হয়, কিন্তু সেটিও করছেন না তিনি। ছুটি নেওয়ার বিধান থাকলেও তার এ ধরনের কোনো আবেদন আইআরডি কর্তৃপক্ষ পায়নি ।আইন অনুযায়ী, অনুমতি ছাড়া কর্মস্থলে টানা অনুপস্থিত থাকলে কিংবা বিনা অনুমতিতে বিদেশে চলে গেলে সরকারি কর্মকর্তাদের শাস্তির মুখে পড়তে হয়। যেহেতু গুঞ্জন রটেছে মতিউর রহমান বিদেশে চলে গেছেন, সেক্ষেত্রে তাকেও শাস্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এ বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী নিজ কাজে অনুপস্থিত থাকতে পারবে না। এ বিধান লঙ্ঘন করলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে প্রতিদিনের অনুপস্থিতির জন্য এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটতে পারবে। এছাড়া, কোনো সরকারি কর্মচারী ৩০ দিনের মধ্যে এ অপরাধ  একাধিকবার করলে কর্তৃপক্ষ কর্মচারীর সর্বোচ্চ সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটতে পারবে। তবে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এ বলা হয়েছে, ৬০ দিন বা এর চেয়ে বেশি সময় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা বিনা অনুমতিতে দেশ ত্যাগ এবং ৩০ দিন বা এর চেয়ে বেশি সময় বিদেশের অবস্থান করা ‘পলায়ন’ হিসেবে গণ্য হবে। ‘পলায়ন’-এর ক্ষেত্রে তিরস্কার ছাড়া যেকোনো দণ্ড দেওয়া যাবে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায় বলেন, আইন অনুযায়ী তিনি (মতিউর) এভাবে অনুপস্থিত থাকতে পারেন না। কেন থেকেছেন সেটিও জানানোর প্রয়োজন ছিল। শুনেছি সেটিও জানাননি। তিনি যদি আসলেই অফিসের কনসার্ন ছাড়া অনুপস্থিত থাকেন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ তিনি বরখাস্ত পর্যন্ত হতে পারেন।

আলোকিত প্রতিদিন /০২জুলাই-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here