ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-১

0
198
ছৈয়দ কামালঃ 
ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের দিক নির্দেশনায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে,এএসআই মোঃ সুলতান মাহবুব,এএসআই আতাউর রহমান ও এএসআই পদুমুত্তর বড়ুয়াসহ পুলিশের একটি আভিযানিক দল ৩০ জুন রাত ১১ টা ৫০ মিনিটের সময়,ছাগলনাইয়া পৌরসভাধীন ৮ নং পৌর ওয়ার্ড মটুয়া গ্রামস্থ ফুলগাজী পাড়ায়,আবদুর রাজ্জাক মিলনের দোকানের সামনে বটতলী থেকে মটুয়াগামী সড়কের উপর অভিযান চালিয়ে,৬৯ বোতল ভারতীয় মাদক হুইস্কি ও ভোটকা বহনে ব্যবহৃত একটি পিকাপ জব্দ করণসহ,উপজেলাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ড মোকামিয়া গ্রামের মৃতঃ ফয়েজ আহাম্মদের পুত্র,এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী পেয়ার আহাম্মদকে গ্রেপ্তার করেছে,ছাগলনাইয়া থানা পুলিশের আভিযানিক দলটি। মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী পেয়ার আহম্মদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে নিয়মিত একটি মামলা রুজু করণ পরবর্তী,১ জুলাই আসামী পেয়ার আহম্মদকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ফেনী আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানিয়েছেন,ছাগলনাইয়া থানার ওসি মোঃ হাসান ইমাম।
লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here