সাতকানিয়ায় থেমে থেমে বৃষ্টি  হতে পারে বন্যা

0
203
সাতকানিয়ায় থেমে থেমে বৃষ্টি  হতে পারে বন্যা
সাতকানিয়ায় থেমে থেমে বৃষ্টি  হতে পারে বন্যা
নুরুল ইসলাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি। আবার কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মাঝারি থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। এতেই বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি জায়গার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে বন্যা দেখা দিতে পারে এ ভয়ে দিন পার করছেন সাতকানিয়াবাসী। গত বছরের আগস্টে ভয়াবহ বন্যার ধকল সহ্য করতে হয়েছে সাতকানিয়ার বাসিন্দাদের। বৃষ্টি বাড়ার আভাস থাকায় এবারও বন্যা আতঙ্ক বিরাজ করছে উপজেলাজুড়ে। সাঙ্গু, ডলু নদী ও হাঙ্গর খালে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কেঁওচিয়া ইউনিয়নের কয়েকটি এলাকা পানিতে নিমজ্জিত থাকায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এমনকি কেরানীহাট-বান্দরবান মহাসড়কেও পানি উঠেছে। মহাসড়কটির দস্তিদার হাটের পূর্বে গ্রীণটাচ কনভেনশন সেন্টার এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সড়কটি পুরোপুরি তলিয়ে গিয়ে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
কেঁওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাইহান বলেন, ‘গতবারের বন্যার পানি আমাদের সর্বস্বান্ত করেছে। এভাবে যদি আবারও বন্যা হয়, তাহলে আমাদের দুর্দশার কোনো শেষ হবে না।’ কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান আলী জানান, কেঁওচিয়া ইউনিয়নের একাধিক গ্রাম ডুবে গেছে। গ্রামীণ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে এবং পরিস্থিতির অবনতি হলে জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
আষাঢ়ের মধ্যভাগে এসে বর্ষাকাল চেনা রূপেই ধরা দিয়েছে বাংলাদেশে। সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু, যার প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা সামনের কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৭ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করে। গত শুক্রবার রাত থেকেই সাতকানিয়াসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আবার কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আলোকিত প্রতিদিন /০২জুলাই-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here