মোঃ শিহাব উদ্দিন:
“স্কাউটিং জীবনের জন্য শিক্ষা- উন্নত জীবন গঠনে সহায়ক। সৎ ও সত্যবাদী হওয়ার প্রতীক নিয়ে স্কাউট আন্দোলনে যোগদান করতে হয়। বিশেষ পদ্ধতিতে মুক্তাঙ্গনে প্যাক মিটিং, ট্রেপ মিটিংয়ে স্কাউটরা জীবনের প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষা লাভ করে। নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়। মূল্যবোধের অনুশীলন ও অন্যের মতামতকে গুরুত্ব দিতে সহনশীলতা লাভ করে। আর এজন্যই স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করতে হবে। “বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা নির্বাহী কমিটির সভা শেষে নিজ অফিস কক্ষে শ্রেষ্ঠ কাব লিডারের সম্মাননা প্রধান শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম এসব কথা বলেন।” বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের তত্ত্বাধানে প্রতিবছর জেলার শ্রেষ্ঠ কাব লিডারকে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকার সম্মাননা প্রদান করা হয়। ২০২৩ সনে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত হয়েছেন, ৯২ নং মাঝিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট লিডার জনাব ‘হোসনে আরা রুমা।’ জেলা স্কাউট আয়োজিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জনাব হোসনে আরা রুমার হাতে জেলা প্রশাসক বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ১০,০০০ (দশ হাজার) টাকার চেক এবং জেলা স্কাউটস থেকে প্রদানকৃত ক্রেস্ট তুলে দেন। জেলা স্কাউট সম্পাদক জনাব মাহে আলম, বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক জনাব মোঃ শামীমুল ইসলাম, জেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জনাব হোসনে আরা রুমা একজন পরিশ্রমী এবং কাব স্কাউট দরদী স্কাউট কর্মকর্তা। স্কাউটিংয়ে যোগদান করে তিনি নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলার প্রতিটি প্রাইমারি স্কুলে কাব দল গঠনের জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি কাব স্কাউট শাখায় উড ব্যাজ অর্জন করেছেন। জাতীয় এবং অঞ্চল পর্যায়ে বিভিন্ন ওয়ার্কশপে যোগদান করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আলোকিত প্রতিদিন /০৮ জুলাই-২০২৪ /মওম
- Advertisement -