উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া!

0
243

আলোকিত ডেস্ক-

উরুগুয়েকে হারিয়ে দীর্ঘ ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া ফুটবল দল। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ১–০ গোলে জয় পায় কলম্বিয়া।

ফাইনালের মঞ্চে অবশ্য ছন্দে থাকা উরুগুয়ে ১০ জনের কলম্বিয়ার বিপক্ষেও জয় তুলে নিতে পারল না। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। যেখানে ম্যাচের ৩৯তম মিনিটে কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা।

কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে উঠে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকল। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া দল।

লোকিত প্রতিদিন/এপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here