আলোকিত ডেস্ক-
উরুগুয়েকে হারিয়ে দীর্ঘ ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া ফুটবল দল। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ১–০ গোলে জয় পায় কলম্বিয়া।
কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে উঠে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকল। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া দল।
আলোকিত প্রতিদিন/এপি