মাজেদুল ইসলাম সবুজ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ)ব মিরপুর মেট্রো সার্কেল-১-এর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে আনসার ও পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ আরিফ (৩০) মোঃকায়কোবাদ( ৩২) পরে তাকে সর্বনিম্ন এত ১০দিনের সাজা দিয়েছেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-১০।
আজ রবিবার (১৪ জুলাই ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় বিআরটিএ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। আটক দালাল মোঃ আরিফ (৩০) মোঃকায়কোবাদ( ৩২) ভ্রাম্যমাণ আদালত-১০-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, আটক ব্যক্তি তাদের দোষ স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে বিআরটিএ’র অধ্যাদেশ-১৮৬০-এর ১৮৬ ধারায় সাজা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের আনসারের পিসি শেখ ফরিদ নেতৃত্বে আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। অভিযান অব্যাহত থাকবে।
পিসি শেখ ফরিদ বলেন, আমি এখানে যোগদান করার পর থেকে আজ পর্যন্ত অনেক দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্হা নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি