আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মেঘ বালিকা : শাহিদা ইসলাম

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মেঘের সাথে যাবো বলে স্বপ্ন নিয়ে দিন গুনেছি
রঙিন সূতোয় তোমায় নিয়ে যত্ন করে জাল বুনেছি
হার মানা হার তোমার জন্য সেই যে কবে ধার করেছি
বৈরী বাতাস সংগে নিয়ে সুখের হাওয়া খুঁজতে যাবো
দুঃখগুলো কুড়িয়ে নিয়ে সুখগুলো সব রেখে যাবো
অনেক দূরে আকাশ পারে হারিয়ে যাবো
মেঘ বলেছে যাবো যাবো ।

একলা তুমি একলা ঘরে আমার জন্য দিন কাটাবে
সুখের জন্য দুঃখ নিয়ে আমার জন্য রাত কাটাবে
বসন্ত দিন আসবে যাবে সব কিছু হায় শূন্য রবে
তোমার কাছে সব হারিয়ে তোমার কাছে জীবন নেবো
হাসবে তুমি ভাসবে তুমি মেঘের ভেলায় রাত কাটাবো
অনেক দূরে আকাশ পারে হারিয়ে যাবো
মেঘ বলেছে যাবো যাবো ।

নীল আকাশে সাদা মেঘের সংগী হবো
অনেক দূরে আকাশ পারে হারিয়ে যাবো
মেঘ বলেছে যাবো যাবো ।
আলোকিত/১৫/০৭/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -