এম জসিম উদ্দিন, চট্টগ্রাম
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইমাম শরীফ (৭৫)গতকাল সোমবার (১৫-৭-২০২৪ ইংরেজি) বেলা ১১ঃ৩০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার আসরের নামাজের পর আনোযারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট হোসাইন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা ইমামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ইমাম শরীফের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হান্নান, আবু বক্কর প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি