গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন, ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

0
232

নিজস্ব প্রতিবেদক

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ে গভীর রাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে পালিয়ে যান তারা দু’জন।

জানা গেছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তখণ। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয় তখন।

এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে  যান তারা দুজন। হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরকা পরেন দুই নেত্রী বের হয়ে যান।

লোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here