শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণায় দুইটি চোরাই গরু ও একটি ট্রাকসহ একজন চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত চোর হলো জামালপুর জেলার ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র দেলোয়ার হোসেন (৪৫)।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা টু ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের ঝাউসি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা কালে রাস্তার
দক্ষিন পাশে মেসার্স পূবালী অটো রাইস মিলের সামনে ১৭ জুলাই বুধবার ভোরে একটি ট্রাককে সন্দেহ হওয়ায় থামানোর সিগন্যাল দিলে ট্রাকটি থামায়। ট্রাকের পিছনের বডিতে দুইটি গরু দেখতে পেয়ে ট্রাকের চালক চোর দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে, সে গরুর মালিকানা সংক্রান্তে সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। তিনি আরও জানান, সদর থানার মুগরাটিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র আব্দুল গফুর (৭৫) এর সনাক্ত মতে ২টি চোরাই গরু, একটি ট্রাক আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। পরে আব্দুল গফুর চোর দেলোয়ার হোসেনকে আসামি করে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করলে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
আটককৃত দুইটি গরুর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার এবং ট্রাকের মূল্য ১৬ লক্ষ টাকা।
আলোকিত প্রতিদিন /১৭ জুলাই-২০২৪ /মওম