নিজস্ব প্রতিনিধি-
সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে তিন দিনে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আজ বৃহস্পতিবার নিহত হয়েছেন অন্তত ১২ জন। বাকি সাতজনের প্রাণ গেছে গত মঙ্গল ও গতকাল বুধবার।
ঢাকার সভারে সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র শায়েখ আসহাবুল ইয়ামিনকে।
মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় শকুনি লেকে পড়ে নিখোঁজ ছাত্রের মরদেহ আজ দুপুরে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আন্দোলনে প্রথম মৃত্যু রংপুরে-
এবারের কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার প্রথম মৃত্যু হয় রংপুরে। গুলিতে নিহত আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। একই দিন চট্টগ্রামে তিনজন ও ঢাকায় নিহত হন দুজন। গতকাল বুধবার রাজধানীর শনির আখড়া এলাকায় সংঘর্ষে সিয়াম নামের এক তরুণ নিহত হন বলে জানা গেছে এ পর্য।ন্ত।
আলোকিত প্রতিদিন/এপি