নারী এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

0
263
নারী এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা
নারী এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক:

মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আক্ষরিক অর্থেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিলো বাংলাদেশের মেয়েরা। তবে, কাগজে-কলমে তখনও হিসাব বাকি ছিল। দিনের পরের ম্যাচে শ্রীলঙ্কাকে যদি বড় ব্যবধানে হারিয় দেয় থাইল্যান্ডের মেয়েরা! তখন তো বাদ পড়তে পারে বাংলাদেশেরা। কিন্তু না, তেমন কোনো কিছু ঘটনার কারণই ঘটেনি। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এরফলে ‘বি’ গ্রুপে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠলো শ্রীলঙ্কা সেমিফাইনালে লঙ্কানরা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ পাকিস্তানের। আর ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেলো শক্তিশালী ভারতকে। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে ভারত। ২৬ জুলাই, শুক্রবার নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। একই দিন একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেয়েরা।

আলোকিত প্রতিদিন /২৫ জুলাই-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here