কলাপাড়ায় পঁচা মুরগী : হোটেল ব্যবসায়ীর জরিমানা

0
174

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পঁচা মুরগী সংরক্ষনের দায়ে মিজানুর রহমান (৪৫) নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
সোমবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন নামবিহীন ওই হোটেলে অভিযান চালানো হয়। এ সময় বস্তাবন্দী অন্ততঃ ৩০ টি পঁচা দুগন্ধযুক্ত মুরগি উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। এসময় উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পঁচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিল। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পঁচা মুরগি উদ্ধার করা হয়। পরে এসব মুরগি মাটিচাঁপা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলোকিত/৩০/০৭/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here