আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের সাঁজোয়া যানে উঠে শিক্ষার্থীদের উল্লাস, লাল রঙে লিখলেন ‘ভুয়া’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত প্রতিবেদক-

আজ রাজধানীর প্রেস ক্লাব মোড় এলাকায় পুলিশের একটি এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) লাল রঙ দিয়ে ‘ভুয়া’ লেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পুলিশের গাড়িতে লাল রঙের কারণ হিসেবে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘তারা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুধু লাল রঙ দিয়েছি আর তো কিছু করিনি।

ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হন শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, চিকিৎসক আইনজীবী, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে দ্রোহযাত্রা নামে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় তারা।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাইন্সল্যাবেও জড়ো হন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিছিলটি কাটাবন হয়ে শাহবাগে অবস্থান নেয় তারা।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -