Home ধর্ম শীঘ্রই দেশে আসছেন মিজানুর রহমান আজহারী

শীঘ্রই দেশে আসছেন মিজানুর রহমান আজহারী

শীঘ্রই দেশে আসছেন মিজানুর রহমান আজহারী

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী শিগগির দেশে ফিরছেন। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

আজহারী বলেন, ‘অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে জানিয়েছেন এবং ফোন করে জানতে চেয়েছেন, আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব আপনারা অপেক্ষা করেন। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

তিনি আরও বলেন, ‘তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আমি।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here