বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত: হোয়াইট হাউস

0
161

আলোকিত ডেস্ক:বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক হওয়া উচিত বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। আমরা সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকার ও যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার জন্য উৎসাহিত করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থানের মুখে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। এরপর বেলা আড়াইটার দিকে দেশত্যাগ করে ভারতে যান তিনি।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন খুব দ্রুতই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।
আলোকিত/০৬/০৮/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here