ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

0
198
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ১০ আগস্ট শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ কার্যকর হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।তবে কে নতুন প্রধান বিচারপতি নিয়োগ পাচ্ছেন সেই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘সেটা আমরা বলবো না, তবে একটা জিনিস বলবো, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সঙ্গে কথা বলব। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোন ভূমিকা রাখার থাকে, চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার।’

আলোকিত প্রতিদিন / ১০ আগস্ট-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here