পটুয়াখালী প্রতিনিধিঃ দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাট আতংকে পটুয়াখালী জেলা শহরের সদররোডের স্বর্নকার পট্রি, নতুনবাজার আখড়াবাড়ি মন্দিরসহ বিভিন্ন ঝুঁকিপুর্ন এলাকায় স্ব-উদ্যোগে রাতভর পাহারা দিচ্ছে ব্যবসায়ীরাসহ স্থানীয়রা।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে একশ্রেনীর দুর্বৃত্তদের কর্তৃক হামলা, ভাংচুর, লুটপাট,অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনার ধারাবায়িকতায় পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর, লুটপাট,অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের তান্ডব চালায়। বিশেষকরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী ও বদরগ্রামে বিভিন্ন বাসাবাড়িতে হামলা, ভাংচুর, মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাটের ঘটনায় পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার, নিউমার্কেট, পুরান বাজার, সবুজবাগ , হেতালিয়া বাঁধঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ফলে উল্লেখিত এলাকা সমূহের ব্যবসায়ীরা ও স্থানীয় সাধারন মানুষ স্ব- উদ্যোগে রাতভর পাহারা দিতে দেখা গেছে।
নতুন বাজার ও সদর রোডের ব্যবসায়ীরা ৫০-৬০ জন দলবদ্ধ হয়ে রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত নতুনবাজার আখড়াবাড়ি হতে লঞ্চঘাট পর্যন্ত পাহারা দেন। এ পাহারার সময় রেডক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যরাও রয়েছেন।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষাসহ সদর থানা পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য ও আনসার সদস্যরা রয়েছেন বলে জানান সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান। এছাড়া সড়ক সমূহে যানচলাচলে শৃংখলা রক্ষায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পটুয়াখালীতে দুর্বৃত্তদের হামলার অতংকে ব্যবসায়ীদের রাতভর পাহারা

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -