কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলায় বিএনপির অবস্থান কর্মসূচি 

0
274
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলায় বিএনপির অবস্থান কর্মসূচি 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলায় বিএনপির অবস্থান কর্মসূচি 
শহীদুল ইসলাম রুবেল :

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখা অবস্থান কর্মসূচি করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  পূর্বধলা উপজেলা বিএনপি ১৫আগস্ট বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেন। অবস্থান কর্মসূচিটি পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রহিম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক কাজী মোমেনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের, লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুথানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
আলোকিত প্রতিদিন /১৫ আগস্ট-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here