শাহআলম সিকদার:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্ত্রী( আখি ৩৪)কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী বাবুল(৪০)কে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে বাবুল কে আটক করা হয়। বাবুল গোবিন্দপুর গ্রামের মৃত মোগর আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে ১৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বাবুলের সাথে তার স্ত্রী আখি আক্তারের কথা কাটাকাটি হয় একপর্যায়ে বাবুল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কুড়াল দিয়ে তার স্ত্রী আখি আক্তার কে উপর্যুপুরি আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাবুলকে আটক করে থানায় খবর দিলে পুলিশ বাবুলকে গ্রেফতার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।
আলোকিত প্রতিদিন /১৬ আগস্ট-২০২৪ /মওম