সৌদি আরবে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

0
197
সৌদি আরবে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট
সৌদি আরবে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাস্তায় অনেক গাড়ি পানিতে ডুবে গেছে। সৌদির জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার মক্কা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে। এতে তায়েফ, আরদিয়াত, আদহাম, বনি ইয়াজিদ এবং মায়সান এলাকায় ভারী বৃষ্টির কথা বলা হয়।

আবহাওয়াবিদরা মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের বিষয়ে সতর্ক করেছেন, যার প্রভাব পড়তে পারে নাজরান, জিজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলে। মূলত সৌদির আকাশসীমায় গ্রীষ্মমন্ডলীয় আর্দ্রতার প্রবাহ এবং আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমন্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আরব বিশেষজ্ঞরা জিজান, আসির, আল বাহা, মক্কা এবং মদিনাজুড়ে নতুন করে মেঘের পূর্বাভাস দিয়েছে। তাছাড়া জাজান ও আসিরে প্রচণ্ড বজ্রঝড়ের কথা বলা হয়েছে। এমন অবস্থায় উপত্যকা ও প্রাচীরগুলোতে বন্যা দেখা দিতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

আলোকিত প্রতিদিন/২৪ আগস্ট-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here