জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

0
200

ইউসুফ হোসেন অনিক:
স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা এই প্রতিপাদ্য পালিত হলো বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বোরহানউদ্দিন উপজেলা শাখা গতকাল শনিবার (২৪ আগষ্ট) উপজেলা সড়কের বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা কার্যালয়ে সমবেত হয়। পরে আনুষ্ঠানিক ভাবে বর্নাঢ্য র‍্যালী বেড় হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার এর সভাপতিত্বে সদস্য সচিব আতিফ আসলাম রুবেল এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ বোরহানউদ্দিন দৌলতখানের উন্নয়নের রূপকার আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা দম্পতির একমাত্র পুত্র যুব আইকন ব্যরিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল হাওলাদার, স্বাধীন চৌধুরী সুমন, আমিন প্রমুখ। এসময় বক্তারা বলেন ১৬ বছর ধরে আমরা আওয়ামীলীগ এর অত্যাচারে প্রকাশ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনা সরকারের পতনের পর আজ আমরা মুক্ত পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি এ জন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে ছাত্রজনতার আন্দোলন ঘিরে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি। বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/ ২৫ আগস্ট ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here