শহিদুল্লাহ সরকার:
সাভারের কালিয়াকৈর অটোচালককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ। লাশ সহ অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শাজাহান খান গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভারের উত্তর রাজাশন এলাকার প্রাইমারি স্কুলের পাশের পালোয়ানের বাড়িতে ভাড়া থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ঘটনাস্থলে একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাজাহান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাশেই অটোরিক্সাটি পড়ে ছিল। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে। হত্যাকারীরা অটোরিক্সাটি নেওয়ার জন্য ধস্তাধস্তির সময় অটোরিক্সার চালককে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
সাভার মডেল থানার এসআই রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। তদন্তের পরে হত্যার রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট-২০২৪ /মওম