বোরহানউদ্দিন উপজেলাবাসীর ত্রাণ পৌঁছে গেল চার দিন না খাওয়া লক্ষ্মীপুরবাসীর কাছে

0
145

ইউসুফ হোসেন অনিক:
ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের ফেনী,কুমিল্লা,নোয়াখালী,লক্ষীপুর সহ অনেক জেলা বন্যাকবলিত হয়ে পানিবন্দী হয়েছে লাখ লাখ মানুষ। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাবাসী। খাদ্যসামগ্রী, চাল,ডালসহ কাপড়, ও বিভিন্ন ঔষধপত্র নিয়ে এগিয়ে এসেছেন তারা।
বোরহানউদ্দিন উপজেলা বাসীর পক্ষে একঝাক যুবক ও তরুণ এই ত্রাণ কর্মসূচি পরিচালনা করেন।
তারা হলেন, বাজার ব্যবসায়ী ইভান মোল্লা,শাহিন হাওলাদার,খন্দকার অনিক, আশাদউল্ল্যাহ (আশাদ), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান আকাশ, হাফেজ নাঈম, শাকিল আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার পুত্র মেহেদী হাসান সাগর প্রমূখ। বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় ছয়দিনে কয়েক লাখ টাকা অনুদান সংগৃহীত হয়।
নগদ অর্থ ছাড়াও খাদ্যসামগ্রী, কাপড় ও বিভিন্ন ঔষধপত্র নিয়ে এগিয়ে এসেছেন মানুষ। পরে বোরহানউদ্দিন থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনে তাদের সংগৃহীত ও কেনা উপহার সামগ্রী প্যাকেজিং করা হয়। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য শত শত প্যাকেট ত্রাণ প্রস্তুত করেন তারা।
প্রতিটে প্যাকেটে দেওয়া হয় পাঁচ কেজি চাল, হাফ কেজি বিস্কুট, একটি গায়ে মাখা সাবান, আধা কেজি ওয়াশিং পাউডার, ৫টি ওরস্যালাইন, এক কেজি লবন, ৬টি মোমবাতি, ১টি গ্যাস লাইটার, প্রয়োজনীয় ঔষধ, ন্যাপকিন, ১ কেজি চিনি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট/ফিটকারী, এক কেজি মশারী ডাল , ১কেজি আটা, ১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল। পরে এসব ত্রাণসামগ্রী বন্যা কবলিত লক্ষ্মীপুর জেলার খিলপাড়া ইউনিয়নের বন্যার্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা। এছাড়াও কিছুদিন আগে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা থেকে ভিন্ন ভিন্ন টিম ফেনী শহরের বিভিন্ন অঞ্চলে তিন ট্রাক শুকনো খাবার বিতরণ করেছেন। পরবর্তীতে বোরহানউদ্দিনের যুব সমাজের এই টিমটি যে কোন দূর্যোগে মানুষের পাশে থাকার ঘোষণা দেন।

 

আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here