আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শিবালয়ে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

-Advertisement-

আরো খবর

আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার শিবালয় গ্রামের ব্যবসায়ী পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আহম্মদ আলীর (৪৫) বিরুদ্ধে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে  শিশুটির মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় কেজি স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী বাড়ি হতে প্রাইভেট পড়ার জন্য আরিচা ঘাট সংলগ্ন টার্মিনালে গেলে অভিযুক্ত আহম্মদ আলী (৪৫) শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে  র্টামিনালের একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়। শিশুটিকে জড়াইয়া ধরে এবং তার পরিহিত জামা কাপড় খোলার চেষ্ঠা করে। শিশুটির কান্নাকাটিতে অভিযুক্ত আহম্মদ আলী ছেড়ে দেয় এবং বাসায় গিয়ে এ কথা কাউকে বলতে নিষেধ করেন। কিন্তু, শিশুটি কান্নারত অবস্থায় বাড়ি ফিরলে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বাসার সবাইকে জানায়। ঘটনার বিষয়টি সম্পর্কে শিশুটির মা অভিযুক্ত আহম্মদের কাছে জানতে চাইলে- তাকে গালাগালসহ ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগ উল্লেখ আছে।
এ বিষয়ে শিশুটির মা জানান, তার ৮ বছরের শিশুকে প্রতিবেশী আহম্মদ আলী টার্মিনাল থেকে ডেকে নিয়ে পরিত্যাক্ত একটি বাড়ির ছাদে নিয়ে যায়। আমার মেয়ের কান্নাকাটিতে অভিযুক্ত ধর্ষণে ব্যর্থ হয়ে চলে যায়। বিষয়টি আমরা জানতে পারলে উল্টো তিনিসহ তার মেয়ে আমাকে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে তিনি থানায় একটি অভিযোগ করেছেন। তবে, তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীর বিচারের দাবি জানান। যেন আর কোন মেয়েকে এরকম ঘটনার শিকার না  হতে হয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট-২৪/এসএএইচ
- Advertisement -
- Advertisement -