আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনবে রাশিয়া

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ভূমিকার কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নীতি রয়েছে তা পরিবর্তন করবে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার বর্তমান নীতি ২০২০ সালে এক আদেশের মাধ্যমে নির্ধারণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে বলা হয়েছে, কোনো শত্রু দেশ পারমাণবিক হামলা চালালে অথবা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি এমন যে কোনো হামলার জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তবে পশ্চিমা শত্রুদের জন্য পুতিনকে এই নীতিতে পরিবর্তন আনার আহ্বন জানিয়েছেন রাশিয়ার কিছু সামরিক বিশ্লেষকরা।

গত জুনে পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি এমন একটি বিষয় যা পরিবর্তন করা যায়। তবে তা নির্ভর করে বিশ্ব পরিস্থিতির ওপর। সের্গেই রিয়াবকভ বলেছেন,এ বিষয়ে কাজের অগ্রগতি হয়েছে এবং পরিবর্তনের ক্ষেত্রে স্পষ্ট ইচ্ছা রয়েছে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শত্রুদের উত্তেজনামূলক ভূমিকার করণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

এদিকে রাশিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতে রাশিয়ার ১৫টির বেশি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। দুটি ড্রোন দিয়ে রাজধানী মস্কোতে হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর রবিবার জানিয়েছে, ইউক্রেনের ১৫৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন/০২ সেপ্টেম্বর-২৪/মওম

- Advertisement -
- Advertisement -