আনোয়ারায় ব্যবসায়ী ইলিয়াসের নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা

0
271
আনোয়ারায় ব্যবসায়ী ইলিয়াসের নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা
আনোয়ারায় ব্যবসায়ী ইলিয়াসের নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা

প্রতিনিধি,আনোয়ারা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে মো. ইলিয়াস নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেলে সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায়  রাত ৮ টায় ২ সেপ্টেম্বর সোমবার আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মোহাম্মদ ইলিয়াসের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আনোয়ারা উপজেলা সদরস্থ জয়কালী বাজার সংলগ্ন মোহাম্মদ ইলিয়াসের মালিকানাধীন ইলিয়াস মার্কেটের পিছনে উন্মুক্ত ভূমিতে ডুমুরিয়া গ্রামের এনাম ও আকতারের নেতৃত্বে ১৪/১৫ জন সশস্ত্র সন্ত্রাসীরা টিন ও বল্লি দ্বারা নির্মিত প্রায় ১০০ ফুট আয়তনের ঘেঁড়াবেঁড়া ভাংচুর করে এবং সন্ত্রাসীরা ইলিয়াস থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আনুমানিক বিকাল ৫ টায় ১০/১২ জনের একটি দল এসে ইলিয়াসের মালিকানাধীন মার্কেটের সীমানা প্রাচীর ভাংচুর করে। সকলের হাতে ছিল ধারালো তলোয়ার, হকিস্টিক, লাঠিসোঁটা।
এ ব্যাপারে ভূমির মালিক মোহাম্মদ ইলিয়াস ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাড়াটিয়া সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিনের অনুসারী। সংঘটিত ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন ইলিয়াস।
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক জ্যোতিষ দত্ত বলেন, তদন্তে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

আলোকিত প্রতিদিন/০৫ সেপ্টেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here