মো: মহিদ আহমেদ:
ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন এবং দ্বিতীয় স্বাধীনতার ১ মাস পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই শহীদি মার্চ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ‘শহীদি মার্চ’ র্যালি শুরু করে শহরের শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের আশিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রিসানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরাফ মাহমুদ, দেবেন্দ্র কলেজের সুমন মোল্লা, আসাদুল্লাহ, মাহবুব রহমান, খবিরুল ইসলাম সিয়াম, মুশফিকুর রহমান নিবিড় প্রমুখ।এসময় ছাত্র-জনতাকে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানানো হয়। একইসঙ্গে, নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।
আলোকিত প্রতিদিন/০৫ সেপ্টেম্বর-২৪/মওম