ভুবন চিল উদ্ধারের বিষয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন তীরের সভাপতি হোসেন রহমান। তিনি বলেন, ‘উদ্ধারের পর দেখতে পাই ভুবন চিলের একটি ডানা ভাঙা। এটিকে বন বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দেই। ভুবন চিল আমাদের দেশীয় পাখি এটি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। মূলত আবাস ও খাদ্য সংকটের কারণে এই পাখি হারিয়ে যেতে বসেছে।’
পরিবেশবাদী সংগঠন তীর জানায়, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত এরা নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দা। এই পাখির বিস্তৃতি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে কমবেশি নজরে পড়ে। জলাশয় কিংবা নদ-নদীর কিনারে ভুবন চিলের দেখা মেলে।
আলোকিত প্রতিদিন/০৭ সেপ্টেম্বর-২৪/মওম