বগুড়ায় অসুস্থ ডানা ভাঙ্গা ভুবন চিল উদ্ধার 

0
112
বগুড়ায় অসুস্থ ডানা ভাঙ্গা ভুবন চিল উদ্ধার 
বগুড়ায় অসুস্থ ডানা ভাঙ্গা ভুবন চিল উদ্ধার 
বগুড়া ব্যুরো অফিসঃ
বগুড়ায় ৭ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের মালতিনগর পাইকপাড়া এলাকা অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। ভুবন চিল উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে সামাজিক বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ভুবন চিল উদ্ধারের বিষয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন তীরের সভাপতি হোসেন রহমান। তিনি বলেন, ‘উদ্ধারের পর দেখতে পাই ভুবন চিলের একটি ডানা ভাঙা। এটিকে বন বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দেই। ভুবন চিল আমাদের দেশীয় পাখি এটি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। মূলত আবাস ও খাদ্য সংকটের কারণে এই পাখি হারিয়ে যেতে বসেছে।’

পরিবেশবাদী সংগঠন তীর জানায়, ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত এরা নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দা। এই পাখির বিস্তৃতি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে কমবেশি নজরে পড়ে। জলাশয় কিংবা নদ-নদীর কিনারে ভুবন চিলের দেখা মেলে।

আলোকিত প্রতিদিন/০৭ সেপ্টেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here