তারেক রহমান গণ-অভ্যুত্থানের পরিকল্পনাকারী: মোঃ তারেক

0
450
তারেক রহমান ও মোঃ তারেক
তারেক রহমান ও মোঃ তারেক

দ্বীন মোহাম্মাদ দুখু:
গণ-অধিকার পরিষদ নেতা মোঃ তারেক ফেসবুক স্টাস্টাসে লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০ জুলাই নিজে আমাকে কল দিয়ে বলেছে, আন্দোলন কি শেষ হয়ে গেছে?”
উত্তরে মোঃ তারেক বলেন, না শেষ হয় নি।
এই যে খবর বেড়াচ্ছে আন্দোলন স্থগিত। সরকার দাবি মেনে নিয়েছে?
উত্তরে মোঃ তারেক বলেন, আন্দোলন স্থগিত হয়নি।
ফেস দ্য পিপলে এক সাক্ষাতে গণ-অধিকার পরিষদের মোঃ তারেক বলেন, ১৯ জুলাইয়ের পর থেকে আন্দোলন পরিচালিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে।
হাসিনাকে রক্ষা করতেই আওয়ামীলীগের নিয়োগকৃত তিন সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করে ৮ দফা দাবি দেয়। আনিসুল হক সাক্ষাত শেষে মিডিয়াই বলেছিল, ছাত্রদের ৮ দফা যুক্তি । আমরা সেটা মেনে নেব। ছাত্রদের ৫% যৌক্তিক দাবি মানার পক্ষে সরকার। হাসিনার মন্ত্রীদের মিথ্যা আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে সারজিস আলম বলেছিল, আমাদের আর কোন কর্মসূচী নেই। আমরা ক্লাসে ফিরে যাব।
২০ তারিখের পর বিভিন্ন ভার্সিটির ছাত্রদের কল করেছি তোমরা আন্দোলনে আস। তারা কেউ আসে নি। তারা মন্ত্রীদের সাথে তিন সমন্বয়কের বৈঠকের পরে আন্দোলন থেকে সরে গেছে। এর পর আন্দোলন পরিচালিত হয়েছে তারেক রহমানের পরিকল্পনায়। তার নির্দেশেই ঢাকা শহরকে ১৩ টি সেক্টরে ভাগ করা হয়। কোন সেক্টরে কারা নেতৃত্ব দিয়েছে সব আমাদের লিপিবদ্ধ আছে। আমাদের টার্গেট ছিল সরকারের যেকোন একটা ইউনিটকে আত্মসমপর্ণ করানো। নবমবারের চেষ্টায় বিজিবি ঢাকায় আত্মসমপর্ণ করতে বাধ্য হয়। পরের দিন সারাদেশে ২০ টি স্থানে বিজিবি পুলিশ আত্মসমর্পণ করে। তিনি আরো বলেন, তারেক রহমান আমাকে বলেছিল, কি পরিমাণ টাকা লাগতে পারে? আমি উত্তরে বলেছি, মনে করবেন এক সাগর টাকা পানিতে ফেলে দিয়েছি, তবুও স্বৈরাচার হাসিনার পতন হোক। কোন সমন্বয়কের ১ দফা দাবি ছিল না। জনগণ তাদের এক দফা ঘোষণা দিতে বাধ্য করেছে।
তিনি স্পষ্ট করে বলেন, আজকে যে হাসনাত আবদুল্লাহ বড় বড় কথা বলছে তারা ২০ তারিখ মন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন প্রত্যাহার করে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। ১৯ তারিখের পর আন্দোলন তারেক রহমানের পরিকল্পনায় পরিচালিত হয়েছে।
মোঃ তারেক শেষমেষ হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে বলেন, “তুমি হয়তো বুঝো না, তুমি হয়তো বুঝো না….. কারণ তোমার বয়স কম”

আলোকিত প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০২৪/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here