মোঃ নিশাদুল ইসলাম:
রাউজানের ( চট্রগ্রাম -৬) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাহিনীটির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে ।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬)আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতা করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পালিয়ে যাওয়ার সময় তার কাছে একটি বাংলাদেশি পাসপোর্ট (লাল), নগদ ৩৭ হাজার ৫০০ টাকা, একটি আইফোন, একটি রিয়েলমি ফোন, দুইটি জাতীয় পরিচয়পত্র কার্ড (স্মার্ট ও পুরাতন) কিছু ওষুধসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায়। এ সময় হান্নান এবং নাইম নামে আরও দুই যুবকসহ বিজিবি তাকে আটক করে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ফজলে করিম চৌধুরী আত্মগোপনে ছিলেন। ইতোমধ্যে সাবেক এই সাংসদের বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।
আলোকিত প্রতিদিন/১২ সেপ্টেম্বর-২৪/মওম