ক্রীড়া ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই যেন রেকর্ডের ছাড়ছড়ি। চলতি মাসের শুরুর দিকে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় এবং ক্লাবের হয়ে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগালের এই তারকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী জোগাড় করে বিশ্বরেকর্ড গড়েছেন আল নাসর ফরোয়ার্ড।
সামাাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে রোনালদোর অনুসারীর এখন ১০০ কোটি। বর্তমান বিশ্বে তিনিই একমাত্র সেলিব্রেটি, যার এত বেশি ফলোয়ার রয়েছে। তার আশেপাশেও আর কেউ নেই । ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সুসংবাদ দিয়েছেন রোনালদো।
ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি কিছু এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও অনেক কিছুর প্রমাণ।’
রোনালদোর সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে। এছাড়া ফেসবুক, এক্স, ইউটিউব, কোয়াইশু, ওয়েইবোতে একাউন্টে তার বিশাল সংখ্যক অনুসারী রয়েছে।
কোন প্ল্যাটফর্মে কত অনুসারী তার :
ইনস্টাগ্রাম: ৬৩ কোটি ৯০ লাখ
ফেসবুক: ১৭ কোটি ৫ লাখ
আলোকিত প্রতিদিন/১৩ সেপ্টেম্বর-২৪/মওম