পটুয়াখালী জেলা  জমিয়তে কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

0
175

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকছুদ আহমদ বায়জীদ পান্না।
সভাপতিত্ব করবেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাউছারী। কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ পরিচালনা করন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোঃ মোতাহার উদ্দীন ও সদস্য সচিব মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক। এ কাউন্সিলের মাধ্যমে নবগঠিত কমিটি প্রদান করা হয়।
আলোকিত/১৪/০৯/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here