গাজীপুরে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১

0
146
গাজীপুরে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১
গাজীপুরে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১
প্রতিনিধি,গাজীপুর:
গাজীপুর র‌্যাব-১ এর একটি বিশেষ অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন(৩৬)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় র‌্যাব সদর দপ্তর ও ইন্টেলিজেন্স উইং এর তথ্য অনুযায়ী,একটি টয়োটা প্রাইভেটকারে করে ফেন্সিডিলের চালান নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিধানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়।এদিকে মাদককারবারি পালানোর চেষ্টাকালে আনোয়ার হোসেনকে আটক করা হয়।তার প্রাইভেটকার থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ফেন্সিডিল,একটি মোবাইল ফোন এবং নগদ ৯৭০ টাকা উদ্ধার করা হয়।
এসময় র‌্যাব এর পক্ষ থেকে জানানো হয়,আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা এবং গাজীপুরের আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/১৫ সেপ্টেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here