টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

0
97
টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার
সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ(১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, তিনদিন ধরে নিখোঁজ ছিলো জিহাদ, আজকে বেলা ১২ টার দিকে মার্কেটের একজন কর্মচারী পিছনে প্রসাব করার জন্য গেলে জিহাদের লাশটি দেখতে পান। পরে মার্কেটের অন্যান্য লোকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পরে লাশটি পুলিশ উদ্ধার করে।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।
আলোকিত প্রতিদিন/১৫ সেপ্টেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here