বান্দরবান জেলার রুমা পলি পাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৩ 

0
164
বান্দরবান জেলার রুমা পলি পাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৩ 
বান্দরবান জেলার রুমা পলি পাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৩ 
লোকমান হাকিমঃ
বান্দরবানের রুমা উপজেলায় জিপ গাড়ি (ইটভর্তি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার সহ ৩ জন।
১৮ সেপ্টেম্বর বুধবার সকালে রুমা সদর ইউনিয়নের পলি পাড়া এলাকায় পাহাড় উঠানে এই দুর্ঘনাটি ঘটে। তবে উক্ত ঘটনায় আহত হন- তাপস দে (৩০), মো আলমগীর হোসেন(৩৫) ও মো সেলিম (৩২)। তারা একই ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুমা উপজেলার বটতলি পাড়ায় রাস্তা সংস্কারের জন্য ব্রিকফিল্ড থেকে ইট নিয়ে বটতলি পাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পলি পাড়া এলাকায় পৌঁছালে (ইটভর্তি)জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে শ্রমিক আলমগীর,(৩৫)শ্রমিক সেলিম,(৩২) ও ড্রাইভার তাপস (৩০) আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
এদিকে স্থানীয়রা জানায়  জিপ  চালকের নাম তাপদ দে । সে রুমা সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা এবং জীপ চালক বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার অফিসার ইনচার্জ ওসি মো শাহজাহান বলেন জিপ গাড়ি দুর্ঘটনার খবর পেয়েছি, তিনজন আহত হয়েছেন। তবে নিহতের খবর শুনিনি। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলোকিত প্রতিদিন/১৮ সেপ্টেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here