আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আখাউড়ায় ১১৫০ কেজি কফিসহ তিনজন গ্রেফতার

-Advertisement-

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর শুক্রবার ভোরে উপজেলার ধরখার নামক এলাকা থেকে কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার ছেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২) এবং ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫) কে আটক করা হয়। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান,এসআই মোবারক হোসেন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামি তিনজনকে গ্রেফতার  করা হয়েছে । তিনি আরও বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে  মামলা দায়ের করে বিচার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২০ সেপ্টেম্বর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -