প্রতিনিধি,ছাতক (সুনামগঞ্জ):
সিলেটের নগরী থেকে গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা আওয়ামী লীগের যুন্ম সম্পাদক এবং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম। সে কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। গত সোমবার সকালে কোতোয়ালি থানায় থেকে তাকে সিলেটের কারগারে পাঠানো হয়েছে। গত রবিবার বিকেলে র্যাব-৯ এর একটি অভিযানিক দল সিলেট নগরীর জালালাবাদ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অদুদ আলমের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর সিলেট নগরীর কোতোয়ালি থানায় মামলা (নং-০৬/৪০৫) রুজু করা হয়। নাশকতা সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত আসামি অদুদ আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব-৯। র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো.মশিহুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ববিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সিলেট নগরীর চারাদিঘিরপার আল আমিন আবাসিক এলাকার হাবিব উল্লার ছেলে আলাল আহমদ বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর ১১৭ জনের নামোল্লেখসহ ২শ’জনকে অজ্ঞাত আসামী করে কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলার ৪৫ নম্বর আসামি গ্রেপ্তার হয়েছেন অদুদ চেয়ারম্যান।
আলোকিত প্রতিদিন/২৩ সেপ্টেম্বর-২৪/মওম