বোরহানউদ্দিনে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

0
134

ইউসুফ হোসেন অনিকঃ

ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের স্মারকলিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১.০০টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সভাপতি বশির আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

বক্তারা বলেন “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”। এই শ্লোগানকে সামনে রেখে দেশের শিক্ষার্থী দিগকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য বেসরকারি শিক্ষকগণ যথেষ্ট ভূমিকা রাখেন দেশের মাধ্যমিক স্তরের ৯৭% শিক্ষাদান বেসরকারি শিক্ষকগন দিয়ে থাকেন। অথচ বেতন-ভাতাদি প্রদানে সরকারি ও বেসরকারি পর্যায়ে আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি। যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে সিলেবাসে পাঠদান করান আমরাও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ একই সিলেবাসে পাঠদান করাই।

কিন্তু দুঃখের বিষয় ও বলতে লজ্জা হয় যে আমরা বেতন-ভাতাদি পাই সরকারি শিক্ষকরণের অর্ধেক এবং বোনাস পাই বেতন স্কেলের ২৫৭%, বাড়ী ভাড়া পাই মাসিক ১,০০০/- (এক হাজার) টাকা ও চিকিৎসা ভাতা পাই ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র, যাহা অমানবিক। এই বৈষম্য দূরীভূত করে সরকারি শিক্ষকগণের মতই বেতন ও অন্যান্য ভাতাদি প্রদানের জোর দাবী করছি। আমরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকগণের পদায়ন বন্ধ রেখে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রায়হানুজ্জামান এর মাধ্যমে শিক্ষা সচিবের নিকট স্মারকলিপি পেশ করা হয়।

আলোকিত প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০২৪

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here