ছেলে জয়কে জন্মদিনের কেক খাওয়ালেন: শাকিব খান

0
212
এবার প্রকাশ্যে এলো শাকিব-জয়ের আবেগঘন মুহূর্ত। ছেলের জন্মদিনে কেক কেটে খাওয়ালেন সুপারস্টার শাকিব খান। যে ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দুইমাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
বিমানবন্দরে একেবারে ভিন্ন লুকে দেখা গেল নায়ককে। এরপরই ছেলের সঙ্গে দেখা মিললো শাকিব খানের। বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
 শাকিব-অপুর ভক্তরা বলছেন বিচ্ছেদ হলেও ছেলে জয়ের জন্মদিনে ঠিকই এক হয়ে বাবা-মায়ের দায়িত্ব পালন করছেন তারা। অনেকে বলছেন বাবা-ছেলের সুন্দর সময়ের ছবি তুলে দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। তবে সে বিষয়ে কিছু বলেননি অপু বিশ্বাস। 

শাকিব-অপুর ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হয়েছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। ছেলের জন্মদিনে হাজির হয়েছিলেন শাকিব খান।

এই পোস্টের আগে ছেলের জন্মদিনে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। অন্যদিকে শাকিব খানও ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন।

সিনেমায় অভিনয় করতে গিয়েই শাকিবের প্রেমে পড়েন অপু বিশ্বাস। এই দুই তারকা ২০০৮ সালে গোপনে বিয়ে করেন।  ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্মও হয় গোপনে। এরপর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব কিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় শাকিব-অপুর তখন।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here