গাইবান্ধা জেলা প্রতিনিধি
মানুষ সৃষ্টির সেরা। জ্ঞানে, কর্মে, পুন্যে ও প্রীতিতে মানুষ তার জীবনকে সার্থক করে তোলে। বাঁচার জন্যে মানুষ সংগ্রাম করে। মানুষের বেঁচে থাকা তখনই স্বার্থক হয় যখন মহৎ কর্মের মধ্য দিয়ে নিজের জীবন ফুলের মতো প্রস্ফুটিত করে।
কেউ যদি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে, তবে মৃত্যুর পরেও তার এ কীর্তির মধ্য দিয়ে মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরকাল বেঁচে থাকে। এমন মহৎ কর্মের মধ্য দিয়ে নিজের কর্মদক্ষতা আর প্রতিভা দিয়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবিব সরকার (বিপ্লব)। জন্মগত প্রতিভা, কর্ম দক্ষতা আর মানসিক দৃঢ়তায় আলোকিত তার কর্মযজ্ঞ। সকল অনিয়ম দুর্নীতির উর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করাই তার একমাত্র লক্ষ্য।
হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবিব সরকার (বিপ্লব) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোজদার রহমানের পুত্র।
আহসান হাবিব সরকার (বিপ্লব) শিক্ষা জীবন শেষে ২০০৯ সালে CGDF (কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স) যোগদান করেন। একাধিক উপজেলায় অতি সুনামের সাথে দায়িত্ব পালনের পর বর্তমানে ফুলছড়ি উপজেলা হিসাব রক্ষণ অফিসে (অতিঃদাঃ) কর্মরত আছেন।
আহসান হাবিব সরকার (বিপ্লব) একজন সহজ সরল সুন্দর মনের ব্যক্তিত্ব। দাপ্তরিক কাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আস্তাভাজন ব্যক্তিত্ব হিসেবে অর্জন করে আসছেন ব্যাপক সফলতা। তিনি জানান, সরকারের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো উপজেলা হিসাব রক্ষণ অফিস।
এ অফিস দীর্ঘ দিন ধরে সেবা গ্রহীতাদের সেবার মান উন্নয়নে নিরন্তর সেবা দিয়ে আসছে। সেবা সমূহ হচ্ছে, জিপিএফ চূড়ান্ত পরিশোধের নিমিত্ত অথরিটি পত্রজারি, জিপিএফ হিসাব খোলা, জিপিএফ ব্রডশীট ও লেজার সংরক্ষণ, এলপিসি ইস্যু/ প্রতিস্বাক্ষরকরণ, সরকারি কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন, সিএও অফিসের অথরিটির ভিত্তিতে অনুদান ও প্রকল্পের ছাড়পত্র অর্থের বিল পাস, সরকারি কর্মচারীদের বিভিন্ন ঋণ ও অগ্রিম পরিশোধ, পেনশন ও আনুতোষিক পরিশোধ, বেতন নির্ধারণ, জিপিএফ সুদ গণনা করা ও সমাপ্তি জের নির্ধারণ এবং অ্যাকাউন্টস স্লিপ জারি করা, বেতন-ভাতাদির বিল পাস, সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ এবং অন্যান্য খাতের বিল পাশ, ছুটির হিসাব সংরক্ষণ ও প্রত্যয়নপত্র প্রদান।
এ সব সেবা সমূহ DCA কার্যালয়ের কর্মকর্তা মহোদয় এবং CGA কর্মকর্তা মহোদয়ের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে সফলভাবে পরিচালনা করে আসছি।
তিনি আরও জানান, সেবা গ্রহীতারা যাতে সচ্ছতার ভিত্তিতে তাদের কাঙ্খিত সেবা পায় এ জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে কর্মরত প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীর নিঃস্বার্থ গতিশীল আন্তরিক সেবাদানে মুখ্য ভূমিকা পালন করা উচিত। এতে করে সবাই ভালো থাকবে। দেশের উন্নয়ন অগ্রগতি আরও গতিশীল হবে। জীবনে ভাল কাজ না করলে সে জীবন অর্থহীন, নিষ্ফল। সেই নিষ্ফল জীবনের অধিকারী মানুষটিকে কেউ মনে রাখেনা। নিরব জীবন নিরবেই ঝরে যায়। পক্ষান্তরে গৌরবোজ্জল কৃতকর্মই তাকে বাঁচিয়ে রাখে চিরকাল।
তিনি জানান, একজন হিসাব রক্ষণ অফিসার পদে দায়িত্ব পালন করে যতটুকু কৃতিত্ব অর্জন করেছি এ কৃতিত্ব আমার একার নয় সবার। প্রত্যাশা, এমন কীর্তির মধ্য দিয়ে মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরকাল বেঁচে থাকতে চাই।
অফিসে আসা একাধিক সেবাগ্রহীতা জানান, হিসাব রক্ষণ অফিসার আহসান হাবিব সরকার (বিপ্লব) প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করেন। দেশ ও দশের কল্যাণে এমন ব্যক্তিত্বই প্রয়োজন। তার জীবন ফুলের মতো বিকশিত হোক এমন প্রত্যাশাই করি।
শুধু কীর্তির মহিমায় নয়, আন্তরিকতার দিপ্ততায়, চেতনার বহ্নিমানতায়, সৃষ্টির উদ্যোমতায় এক অফুরন্ত অনুপ্রেরনার নাম আহসান হাবিব সরকার (বিপ্লব)। আমরা চাই তার পুনঃপুনঃ সফলতা। তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল প্রভাকরের ন্যায় উদ্ভাসিত হয়ে উঠুক এমন প্রত্যাশাই রইল।
আলোকিত প্রতিদিন/এপি